নাটোর: নাটোরে পেঁয়াজ বহনকারী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধকারীরা। এতে ট্রাকটি খাদে পড়ে ৩ জন আহত হয়েছেন।
আহতরা হলেন-ট্রাক চালক নজরুল ইসলাম, হেলপার জাহাঙ্গীর আলম ও পেঁয়াজ ব্যবসায়ী শাহীন আলম।
রোববার ভোরে নাটোর সদর উপজেলার গাজীর বিল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ট্রাকের হেলপার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, ভোরে পেঁয়াজ নিয়ে ঈশ্বরদী থেকে বগুড়া যাচ্ছিল একটি ট্রাক। এ সময় উপজেলার গাজীর বিল এলাকায় অবরোধকারীরা ট্রাকটি(নং ঢাকা মেট্রো-ট-১১- ০২০৬) লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে।
এতে ট্রাকে আগুন ধরে গেলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। আহত হন তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
এ ব্যাপারে ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউল হক বাংলানিউজকে জানান, হামলাকারীদের ধাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের চালক, হেলপার ও এক ব্যবসায়ী সামন্য আহত হন।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫