রাজশাহী: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধের পাশপাশি রোববার ভোর থেকে শুরু হওয়া হরতাল রাজশাহীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। আইন-শৃংখলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে দুপুর ১টা পর্যন্ত ২০ দলের নেতাকর্মীদের হরতাল-অবরোধের সমর্থনে রাস্তায় দেখায় যায়নি।
এদিকে, নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ৫ কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) রাতভর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে এদের আটক করে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। এছাড়া নিয়মিত মামলায় আরও ৪২ জনকে আটক করা হয়েছে।
মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক বিএনপি-জামায়াতের ওই পাঁচ কর্মীকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। এদের দুপুরের পরে আদালতে নেওয়া হবে। অন্যদেরও নিয়মিত মামলায় গেফতার দেখিয়ে আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, চলমান হরতাল-অবরোধের নাশকতা এড়াতে কঠোর অবস্থনে রয়েছে আইন-শৃংখলা বাহিনী। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের স্বরস্বতি পূজা উপলক্ষে নগরজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রত্যেকটি পূজা মণ্ডপে রয়েছে কড়া নজরদারি। তবে এ নিয়ে কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, হরতাল-অবরোধের কারণে কঠোর নিরাপত্তায় সকাল থেকেই রাজশাহী থেকে রাজধানী ঢাকা ও পাশ্ববর্তী নওগাঁ অভিমুখে দু’একটি বাস ছেড়ে যাচ্ছে। তবে বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জগামী যান চলাচল। বিভিন্ন গন্তব্যের ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক। হালকা যানবাহনও চলছে, বন্ধ রয়েছে দোকানপাট। দুপুরের পর অনেক এলাকায় ছোট ছোট দোকান গুলো খুলতে দেখা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫