ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে আ’লীগের হরতাল বিরোধী মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
বরিশালে আ’লীগের হরতাল বিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে মহানগর আওয়ামী লীগের আয়োজনে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় হরতাল বিরোধী মিছিলের আগে নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ।



তিনি বলেন, অবরোধের নামে বাস-ট্রাকে যখন-তখন অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, এতে কত মানুষ প্রাণ হারাচ্ছে ও দগ্ধ হচ্ছে। আদৌ কি তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। একবার দেখুন তাদের অবস্থা শুনুন তাদের কথা, সবার একটাই কথা আমরা তো এদেশের নাগরিক তবে আমাদের কি অপরাধ। কেন এভাবে আমাদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

শনিবার নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়া হয়, যেটি পুড়ে ছাই হয়ে গেছে। সেটিতে যাত্রী থাকলে তাদের অবস্থা কি হতো একবার ভাবুন।

তিনি বলেন, আসুন আমরা অবরোধের নামে যানবাহনে আগুন দিয়ে মানুষ মারাসহ সব অরাজকতা ও সন্ত্রাসকে না বলি।

সংক্ষিপ সভা শেষে আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে হরতাল বিরোধী মিছিল বের করা হয়।

মিছিলে বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজের নেতৃত্বে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম, মহানগর যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে বরিশাল নগরীতে শান্তি মিছিল করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেখানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি, বিসিসি কাউন্সিলর মজিবর রহমানসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।