ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

পার্বতীপুরে ২০ দলের ঢিলেঢালা হরতাল

পার্বতীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৭, জানুয়ারি ২৫, ২০১৫
পার্বতীপুরে ২০ দলের ঢিলেঢালা হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।  

রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হরতালের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পার্বতীপুর থানা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হকের নেতৃত্বে একটি মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঢাকামোড়ে এসে সমাবেশ করে।
 
শহরে অধিকাংশ দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রিকশা, ভ্যান, ব্যাটারি ও শ্যালো ইঞ্জিন চালিত ইজিবাইক, মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহমুদুল আলম বাংলানিউজকে জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। বিকেল পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।