ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কর্মসূচি নিয়ে মাঠে নামছে ইসলামী আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
কর্মসূচি নিয়ে মাঠে নামছে ইসলামী আন্দোলন

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে দুইমাস ব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
 
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ ।


 
রোববার (২৫ জানুয়ারি) সকালে সংগঠনের মহাসচিব কর্মসূচি ঘোষণার বিষয়টি  বাংলানিউজকে নিশ্চিত করেছেন ।
 
কর্মসূচির বিষয়ে কথা বলতে গিয়ে মাওলানা ইউনুছ আহমাদ বাংলানিউজকে জানান, দেশের চলমান রাজনৈতিক সংকট দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করার জন্যই এ কর্মসূচি ঘোষণা করা হবে ।  

তিনি বলেন, দেশে এখন যে রাজনীতি চলছে তাতে করে কখনো শান্তি আসতে পারে না । কিন্তু জনগণ ক্ষমতার জন্য লড়াই নয়, শান্তি চায় । আর সেই শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যেই জনগণকে সাথে নিয়ে রাজপথে লড়াই করতে চাই। শান্তি প্রতিষ্ঠা করতে চাই ।  
 
কি ধরনের কর্মসূচি আসছে জানতে চাইলে মহাসচিব বলেন, আমরা সহিংসতায় বিশ্বাস করি না, সুতরাং শান্তিপূর্ণ কর্মসূচিই ঘোষণা করা হবে।
 
সোমবারের ঘোষিত কর্মসূচিটি অন্তত দুইমাসব্যাপী হবে বলে তিনি ইঙ্গিত দেন ।  
 
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।