ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পেট্রোল বোমা হামলা মামলায় হুকুমের আসামি মিনু-বুলবুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
পেট্রোল বোমা হামলা মামলায় হুকুমের আসামি মিনু-বুলবুল মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেন বুলবুল

রাজশাহী: রাজশাহীতে গভীর রাতে যানবাহনে হামলা ও পেট্রোল বোমা মেরে একটি বাস ও ট্রাক পোড়ানোর ঘটনায় বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি-জামায়াতের ৮৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বাদী হয়ে মতিহার থানায় মামলাটি দায়ের করেন।



মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, রাজশাহী কলেজ ছাত্র শিবিরের সভাপতি সারোয়ার আলম সিদ্দিকীকে প্রধান আসামি করে এ মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, অজ্ঞাত পরিচয় আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি মেয়র ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে হুকুমের আসামি করা হয়েছে।

তাদের নির্দেশেই বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী সংগঠনের কর্মীরা ঢাকাগামী যানবাহনে পেট্রোল বোমা হামলা চালিয়ে একটি যাত্রীবাহী বাস ও মাছবাহী ট্রাক পুড়িয়ে দেয় বলে দাবি করেন আলমগীর।

এ নিয়ে তিনটি মামলায় মিনু ও বুলবুলকে আসামি করা হয়েছে।

এর আগে, ২২ জানুয়ারি দুপুরে মহানগরীর কাদিরগঞ্জ ও ১৯ জানুয়ারি গভীর রাতে ভদ্রা এলাকায় যানবাহনে বোমা হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় বুলবুল এবং অপর মামলায় মিনু ও বুলবুলকে হুকুমের আসামি করা হয়।

১৯ জানুয়ারি মামলার আসামি হওয়ার আগেই মিজানুর রহমান মিনু এবং মামলার পরে বুলবুল গা ঢাকা দেন। তাদের গ্রেফতারে ক’দিনে তাদের বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।