ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাঁচবিবিতে ৫ ককটেলসহ দুই শিবির কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
পাঁচবিবিতে ৫ ককটেলসহ দুই শিবির কর্মী আটক

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচটি ককটেলসহ দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
 
রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে  উপজেলার কান্দিয়া সড়কের ফতেহপুর মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়।


 
আটক শিবির কর্মীরা হলেন- উপজেলার পিয়ারা গ্রামের কিতাব আলীর ছেলে সাদ্দাম হোসেন ও একই উপজেলার নন্দীগ্রামের সারোয়ার হোসেনের ছেলে ইউসুফ হোসেন।
 
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, ১৩ জন শিবির কর্মী নাশকতা চালানোর পরিকল্পনা করছিলো- এমন সংবাদ পেয়ে ফতেহপুরে অভিযান চালায় পুলিশ।  
 
এ সময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেলসহ দুই শিবির কর্মীকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায় বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।