ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

কোকোর মৃত্যু

ফেনী বিএনপির ৩ দিনের কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, জানুয়ারি ২৫, ২০১৫
ফেনী বিএনপির ৩ দিনের কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে ফেনীতে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ফেনী জেলা বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে রোববার ফেনী সদরসহ সারা জেলায় মসজিদে মসজিদে মিলাদ মাহফিল, সোমবার দলের জেলা, উপজেলা, পৌর কার্যালয়সহ সব কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও মঙ্গলবার দলের সর্বস্তরের নেতা-কর্মীদের কালো ব্যাচ ধারণ।



রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব‍ু তাহের এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার জেলার বিভিন্ন মসজিদে কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।