ঢাকা: পুত্রশোকে কাতর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরে প্রমাণ হয়েছে যে, খালেদা জিয়াকে সহানুভূতি জানাতে আসা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিছক ছলনা।
রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে দলের দফতর সম্পাদক রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।
২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে শনিবার মামলা দায়ের হয়। এতে তাকে ‘হুকুমের আসামি’ হিসেবে দেখানো হয়েছে। মামলার প্রতিবাদ ও নিন্দা জানাতে বিবৃতিটি পাঠান রিজভী।
মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানান রিজভী। শোকে মূহ্যমান খালেদার বিরুদ্ধে এ সময় মামলা দেওয়া সরকারের ‘নিষ্ঠুরতা’ বলেও মন্তব্য করেন তিনি।
দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে রিজভী আরও বলেন, কোকোর মৃত্যুতে খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতে আসাকে আমরা ইতিবাচক অর্থে গ্রহণ করেছিলাম। কিন্তু বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় এটা সুস্পষ্ট যে, গতকাল(শনিবার) কোকোর মৃত্যু সংবাদে প্রধানমন্ত্রীর সহানুভুতি জানাতে আসাটা ছিল নিছকই ছলনা, একটি প্রহসনের মহড়া মাত্র। কোকোর জন্য প্রধানমন্ত্রীর সমবেদনা জানানোটা যেন কুমিরের কান্না।
মামলাটিকে ‘মিথ্যা এবং চক্রান্তমূলক’ অভিহিত করেন রিজভী। তার মত, পুত্রশোকে কাতর খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা দায়ের সরকারের ‘নিষ্ঠুরতা ও বিবেকহীনতার’ নজির, যেমন নজির বিশ্বে আর নেই।
রিজভী বলেন, আরাফাত রহমান কোকো শারীরিক-মানসিক নির্যাতনের অসুস্থতায় ভুগেই মারা গেছেন।
তিনি বলেন, আওয়ামী মহাজোট সরকার একের পর এক মিথ্যা মামলা দায়ের করতে থাকে কোকোর বিরুদ্ধে। মায়ের কাছ থেকে সন্তান ও সন্তানের পরিবারকে বিচ্ছিন্ন করে রাখা হয়। মানসিক ও শারীরিক নির্যাতনের ফলে অসুস্থতায় ভুগতে ভুগতে গতকাল(শনিবার) আরাফাত রহমান কোকো মারা যান।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫