রংপুর: গোপন বৈঠকের সময় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা জামায়াতের আমিরসহ চার জামাত-শিবির নেতাকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার মাদারগঞ্জ হাট থেকে তাদের আটক করা হয়।
পীরগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল বাংলানিউজকে আটকের খবর নিশ্চিত করেন। তিনি জানান, রোববার ভোররাতে মহাসড়কের পীরগঞ্জ রামনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী দুটি মালবাহী ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা।
এ ঘটনার পর অভিযানে নামে পীরগঞ্জ থানা পুলিশ। জামাত-শিবির নেতাদের গোপন বৈঠকের খবর পেয়ে ঘটনাস্থল সাদুল্লাপুর ও পীরগঞ্জ উপজেলার চার জামাত-শিবির নেতাকে আটক করা হয়। এ সময় আরও ১০/১৫ জন জামাত-শিবির নেতা পালিয়ে যায় বলেও জানান ওসি।
আটককৃতরা হলেন, সাদুল্লাপুর উপজেলা জামাতের আমির উপজেলার পাতিল্লা কোড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রউফ সরকার। এছাড়াও সাদুল্লাপুর উপজেলা শিবিরের সাবেক সেক্রেটারি ও উপজেলার হযরত আলীর ছেলে শাহাবুল আলম কাজল, পীরগঞ্জ উপজেলার শিবির নেতা একবারপুর দক্ষিণ পাড়া মাদারগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাত নেতা খায়রুল আলমের ছেলে আশিক এলাহি রুম্মান, জামাত নেতা পাহাড়পুরের আবুল হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস।
বাংলাদেশ সময় ১৭০৩ ঘন্টা, জানুয়ারী ২৫, ২০১৫