বগুড়া: বগুড়া শহরের জামিলনগর এলাকায় জিহাদি বই, মোবাইল সেট, নগদ টাকা ও কম্পিউটার সরঞ্জমাদিসহ ছাত্রশিবিরের ৮ কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো বার্তায় এ খবর জানানো হয়।
আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হামিদ সরকারের ছেলে শিবিরকর্মী আলামিন সরকার (১৯), সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার আব্দুর রশিদের ছেলে আবু জাফর (১৯), একই উপজেলার কল্যাণপুর এলাকার আব্দুল মতিনের ছেলে নুরুন্নবী (১৯), দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার নন্দলাল এলাকার আরিফুল ইসলাম আরিফ (১৯), বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আকবর আলীর ছেলে মো. নুরুন্নবী (১৯), শিবগঞ্জ উপজেলার কৃষনপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে আবু হাসান (১৯), একই উপজেলার নগর মাঝপাড়ার আশরাফুল ইসলামের ছেলে আল আমিন (১৯) ও নওগাঁ জেলার রানীনগর উপজেলার ভেটি গ্রামের মো. জামালের ছেলে শাকিবুল (১৯)।
আটককৃতদের কাছ থেকে ১৭টি বিভিন্ন মডেলের মোবাইল সেট, ২টি ডিজিটাল ক্যামেরা, ১টি কার্ড রিডার, ১টি পেন ড্রাইভ, ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি স্ক্যানার, ২টি প্রিন্টার, ১২টি জিহাদি বই, ২৭টি সিডি, ৫টি লোহার রড, ১ ব্যাগ কালো কাপড়ের মুখোশ, চাদা আদায়ের রশিদ, বগুড়া শহরের ভিআইপি ১১৪ জন সহায়তাকারীর নামের তালিকা ও নগদ ৪৩ হাজার টাকাসহ উদ্ধার করা হয়।
এছাড়াও সরকারি আজিজুল হক কলেজ, মজিবুর রহমান মহিলা কলেজ ও শাহ সুলতান কলেজের অধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ ১১টি নামাঙ্কিত সিলও তাদের কাছে পাওয়া যায়।
বার্তায় বলা হয়, শহরের জামিল নগরের জনৈক আলহাজ এমএ মান্নানের মালিকানাধীন ‘দিলরুবা ভিলা’য় মৃত হাফিজার রহমানের ছেলে আব্দুল হালিম (৩৫) নামে এক ব্যক্তি অপহৃত হয়েছে সংবাদ পেয়ে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম’র তত্ত্বাবধায়নে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রথমে আব্দুল হালিমকে উদ্ধার এবং শিবিরকর্মী আলামিন সরকারকে (১৯) আটক করা হয়। পরে আল আমিনের দেওয়া তথ্যমতে উল্লেখিত সরঞ্জামাদিসহ আবু জাফর, নুরুন্নবী-১, নুরুন্নবী-২, আরিফ, আবু হাসান, আল আমিন ও শাকিবুলকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
শিবিরের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে অপহরণের বিষয়টি সাজানো বলে দাবি করেছেন সংগঠনের বগুড়া শহর শাখার সভাপতি আলাউদ্দিন সোহেল ও সেক্রেটারী রেজাউল করিম।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫