জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): খালেদা জিয়া কোনোভাবেই ছাত্রলীগের সঙ্গে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালেক।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার ভবিষ্যত রাজনীতি বিষয়ে এম এ মালেক বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শেষের দিকে। আমরা যেটা বুঝেছি, তিনি আর নেই। অল্পদিনের মধ্যে তার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। আজকে তার অবরোধের ১৮ দিন। তার অবরোধ কেউ মানে না। রাস্তায় রাস্তায় যানজটের চেহারা দেখা যায়। ঢাকা থেকে আসলাম। অনেক জায়গায় আটকা পড়েছি।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই ছাত্রলীগ একমাত্র সংগঠন, যারা সুখে-দুঃখে এই দেশকে আগলে রাখবে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, এখন শীত প্রায় শেষের দিকে। কিন্তু এক মাঘে তো শীত যায় না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন।
বিশ্ববিদ্যালয়ের রিকশাচালক, খাবার, চা ও বাদাম বিক্রেতা এবং ক্যাম্পাসের আশপাশের এলাকার শীতার্ত ও সুবিধা বঞ্চিতদের মধ্যে প্রায় তিনশ কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫