ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় ঢিলেঢালা ৪৮ ঘণ্টার হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, জানুয়ারি ২৫, ২০১৫
বগুড়ায় ঢিলেঢালা ৪৮ ঘণ্টার হরতাল

বগুড়া: বিএনপি নেতৃত্বাধীন স্থানীয় ২০ দলীয় জোটের ডাকা লাগাতার ৪৮ ঘণ্টা হরতাল ক্রমেই ঢিলে যাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার পর থেকেই দোকানপাট খুলতে শুরু করে।



বেড়ে যায় রিকশা ও অটোরিকশা চলাচলও।

এদিকে, হরতাল চলাকালে দুপুর পর্যন্ত শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও বেলা গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করে। শহরের ভেতরের প্রধান সড়কে রিকশা, অটোরিকশাসহ মোটরসাইকেল চলাচল বেড়ে যায়। ট্রেন চলেছে স্বাভাবিকভাবেই।

পুলিশি পাহারায় দুপুরে দূরপাল্লার কয়েকটি গাড়ি শহর ছেড়ে গেলেও আর কোনো বড় গাড়ি বা যানবাহন চলাচল করতে দেখা যায়নি।      

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকি, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে ২৩ জানুয়ারি লাগাতার ৪৮ ঘণ্টার হরতালের ডাক  দেয় ২০ দলীয় জোট।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যা পর্যন্ত জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
 
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।