বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ দেশে ফিরলে জানাজার সময় জানাজা হবে এবং কর্মসূচির সময় কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
রোববার (২৫ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
কোকোর মৃত্যুতে যারা শোক ও সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি খালেদা জিয়া কৃতজ্ঞতা জানিয়েছেন উল্লেখ করে মওদুদ বলেন, খালেদা জিয়া বলেছেন, সবার শোক ও সমবেদনা তাদের মানসিক শক্তি যোগাবে। ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার যে চলমান আন্দোলন কর্মসূচি তা অব্যাহত থাকবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, খালেদা জিয়ার মনোবল আগের মতোই দৃঢ় আছে। তিনি অনেকটাই অচেতন অবস্থায় আছেন। ছেলের মৃত্যুর শোকে তিনি কারও সঙ্গে দেখা করতে পারেননি। অনেকেই এলেও দেখা করতে পারেননি। এখনও তার সঙ্গে দেখা করতে পারছেন না। আমাদের নেতাকর্মীরাই খালেদা জিয়ার সঙ্গে এখনও দেখা করতে পারেননি।
আরাফাত রহমান কোকোর মরদেহ দেশে আনা হলে জানাজার সময় কর্মসূচি প্রত্যাহার করা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মওদুদ বলেন, জানাজার সময় জানাজা এবং কর্মসূচির সময় কর্মসূচি পালিত হবে।
এছাড়া, কোকোর জানাজা ও দাফন সংক্রান্ত সবশেষ সিদ্ধান্ত রোববারই জানিয়ে দেওয়া হবে বলে জানান ব্যারিস্টার মওদুদ।
ব্রিফিংকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য জমিরউদ্দিন সরকার, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫