ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খিলক্ষেতে ককটেল বিস্ফোরণ, আহত ২

স্টাফ করেসপনেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
খিলক্ষেতে ককটেল বিস্ফোরণ, আহত ২ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলক্ষেতের ফুটওভার ব্রিজের নিচে চলন্ত প্রাইভেটকার থেকে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা। এ ঘটনায় দুজন আহত হন।

কবির হোসেন (২০) নামে গুরুতর আহত এক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, আমরা শুনেছি ঘটনাস্থলে চলন্ত সাদা প্রাইভেটকার থেকে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহত কবির হোসেনের চাচাতো ভাই জাকির হোসেন জানান, গুলশানের শাহজাদপুরে বেড়াতে এসেছেন কবির। গাড়িতে করে বিমানবন্দরে তার এক আত্মীয়কে এগিয়ে দিতে গিয়ে খিলক্ষেতে ককটেল হামলার শিকার হন তিনি। কবির হোসেন যশোর পলিটেকনিকের শিক্ষার্থী।

প্রথমে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে ডাক্তারের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয় বলেও জাকির হোসেন।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।