ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোকোর শোক বইয়ে নাজমুল হুদার সই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
কোকোর শোক বইয়ে নাজমুল হুদার সই ব্যারিস্টার নাজমুল হুদা

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে রক্ষিত শোক বইয়ে সই করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

রোববার (২৫ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে শোক বইতে এ সই করেন তিনি।



নাজমুল হুদা বলেন, কোকোর আকস্মিক মৃত্যু মর্মান্তিক, আমি শোকাহত। তার আত্মার শান্তি কামনা করি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও শনিবার (২৪ জানুয়ারি) রাতে গুলশান থেকে প্রধানমন্ত্রীর ফিরে যাওয়ার ব্যাপারে বিএনপির সাবেক এ ভাইস চেয়ারম্যান বলেন, দেশ এভাবে চলতে পারে না, খুব দ্রুত এর পরিত্রাণ হবে বলে আমি আশা করি। তবে, এটা নির্ভর করছে দু’নেত্রীর মনোভাবের উপর।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা নিজেরাও এটি উপলব্ধি করেন। তারাও চান না দেশ এভাবে অনিশ্চিত গন্তব্যে চলুক। তারাও চান, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসুক।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।