পাবনা: ২০ দলের ডাকা টানা অবরোধ ও রোববার থেকে শুরু হওয়া ৩৬ ঘণ্টা হরতালের শেষ দিনে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকায় একটি ট্রাকে আগুন ও আরও একটি ট্রাক ও অটোরিকশা ভাঙচুর করেছে হরতাল ও অবরোধকারীরা।
এদিকে, নাশকতা সৃষ্টির আশঙ্কায় রাতভর বিশেষ অভিযানে ৪২ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে দু’টি ট্রাক ও সিএনজি চালিত একটি অটোরিকশা কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথে ট্রাক দু’টি পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকায় পৌঁছুলে হরতাল ও অবরোধকারীরা ট্রাকের গতিরোধ করে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং আরেকটি ট্রাক ও অটোরিকশা ভাঙচুর করে।
খবর পেয়ে পাবনা থেকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, পাবনা থেকে পুলিশি পাহারায় গাড়ি চালানোর জন্য চালকদের নির্দেশনা দেওয়া আছে। কিছু গাড়ি একসঙ্গে করে পুলিশি পাহারায় গুরুত্বপূর্ণ স্থান পার করে দেওয়া হয়। ওই ট্রাকগুলো আমাদের না জানিয়ে রাস্তায় বের হওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫