খুলনা: খুলনায় ছাত্রদলের মিছিল থেকে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি মাহেন্দ্র ভাংচুর করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরীর পিটিআই মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর এলাকায় পুলিশের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়রা জানান, চলমান হরতাল-অবরোধের সমর্থনে ছাত্রদল একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি পিটিআই মোড়ে এলে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দু’টি গাড়ি ভাংচুর করে পালিয়ে যান মিছিলকারীরা।
এছাড়া সকাল সাড়ে ৮টায় নগরীর খানজাহান আলী রোডের টুটপাড়া সেন্ট্রাল রোডের মোড়ে হরতাল অবরোধকারীরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং বিএনপিসহ ২০ দলীয় জোটের দশ হাজার নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে চলমান অবরোধের পাশাপাশি রোববার (২৫ জানুয়ারি) সকাল ৬টা থেকে টানা ৩৬ ঘণ্টার হরতালের ঘোষণা দেন স্বেচ্ছায় আত্মগোপনে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫