ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জে ৩টি লেগুনা ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
সুনামগঞ্জে ৩টি লেগুনা ভাঙচুর

সুনামগঞ্জ: ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতাল চলাকালে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে ৩টি লেগুনা ভাঙচুর করেছে শিবির কর্মীরা।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শহরের ষোলঘর সরকারি কলোনির সামনে এ ভাঙচুরের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে ষোলঘর পয়েন্ট থেকে একটি ঝটিকা মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি সুনামগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়কের ষোলঘর সরকারি কলোনি এলাকায় গেলে মিছিলকারীরা হঠাৎ ৩টি লেগুনার কাঁচ ভাঙচুর করে। তবে লেগুনার কোনো যাত্রী আহত হননি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়।

এদিকে, জেলা শিবির সভাপতি সাজ্জাদুর রহমান হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের সত্যতা স্বীকার করলেও লেগুনা ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।