ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানহানি মামলার হুমকি দিলেন মির্জা আজম- নানক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
মানহানি মামলার হুমকি দিলেন মির্জা আজম- নানক জাহাঙ্গীর কবির নানক

ঢাকা: ২০০৪ সালে শাহবাগে বাসে গান পাউডার দিয়ে ১১ যাত্রীকে পুড়িয়ে মারার জন্য আওয়ামী লীগকে দায়ী করলে মানহানি মামলা করা হবে বলে হুমকি দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী মির্জা আজম ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা হুমকি দেন।



জাহাঙ্গীর কবির নানক বলেন, ২০০৪ সালের ৪ জুন রাতে হোটেল শেরাটনের সামনে আগুন দিয়ে বাসের ১১ যাত্রীকে পুড়িয়ে মারার ঘটনা অনেকটাই বর্তমানে বিএনপির চলমান সহিংসতার মতো।

তিনি বলেন, ২০০৪ সালে ওই ঘটনার পর সংবাদ সম্মেলন করে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। ওই ঘটনায় পুলিশের সাজানো মামলায় আমাকে ও মির্জা আজমকে আসামি করা হয়।

তবে বিএনপি জোট সরকারের সময়েই প্রমাণ হয়েছিল শফিকুল ইসলাম কালু নামে এক সন্ত্রাসীকে মিথ্যা জবানবন্দি দিয়ে ওই মামলা সাজানো হয়।

বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে টকশোতে যারা কথা বলছেন, তারাও যদি উদহারণ হিসেবে ২০০৪ সালে ১১ যাত্রী মারার ঘটনা উপস্থাপন করেন তাহলে তাদের বিরুদ্ধেও মানহানি মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেন নানক।

বাংলাদেশ সময় : ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।