ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাকেরগঞ্জে সাবেক এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বাকেরগঞ্জে সাবেক এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পেয়ারপুর-গোমা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করায় বাকেরগঞ্জের সাবেক এমপি আবুল হোসেন খানসহ বিএনপির ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

বিশেষ ক্ষমতা আইনে বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন।



মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন দাড়িয়ালের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিজান, দুধল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জুয়েল সিকদারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জ্বালাও পোড়াও ও নাশকতা কর্মকাণ্ড সৃষ্টি করে স্বাভাবিক জনজীবন ব্যাহত করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।