ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোর এমএম কলেজে ছাত্রলীগের ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
যশোর এমএম কলেজে ছাত্রলীগের ভাঙচুর

যশোর: যশোর মাইকেল মধুসূদন (এমএম) কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ তুলে ব্যাপক ভাঙচুর করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

এতে কমপক্ষে একশ’ জানালা ও দরজা ভেঙে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, ভাঙচুরের সময় সাধারণ ছাত্রছাত্রীরা ভয়ে দিক বিদিক ছোটাছুটি শুরু করে। এতে গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সোমবার (২৬ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এমএম কলেজের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় নম্বর কম দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে ভাঙচুর করা হয়।

কলেজ ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি থানায় জানালে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ভাঙচুর করে চলে যায় তারা।

তিনি আরও জানান, এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। তবে কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে জড়িতদের আটক করা হবে বলে জানান তিনি।

কলেজের উপাধক্ষ্য শফিউল ইসলাম বলেন, ব্যবহারিক পরীক্ষায় অন্য কলেজ থেকে একজন শিক্ষক পরীক্ষক হয়ে আসেন। তিনি নম্বর দেওয়ার বিষয়ে কাজ করেন। এ জন্য কলেজের শিক্ষকদের কিছু করার থাকে না।  
                        
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।