সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে, নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে জেলা কালেক্টরেট মাঠে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা শেষে ২০ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী এ হরতাল আহ্বান করেন।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রথম সদস্য ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ, বিএনপি নেতা অ্যাডভোকেট ফারুক আহমদ, অ্যাডভোকেট মাসুক আলম, আ ত ম মিসবাহ ও অ্যাডাভোকেট শেরে নূর আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫