ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাসিনা নাটক করতেই গুলশানে এসেছিলেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
হাসিনা নাটক করতেই গুলশানে এসেছিলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস

গুলশান কার্যালয় থেকে: শেখ হাসিনার সরকারের ওপর দেশের মানুষ ফুঁসে উঠেছে। তিনি (শেখ হাসিনা) নাটক করার জন্যই গুলশান কার্যালয়ে এসেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।



তিনি আরও বলেন, যেদিন প্রধানমন্ত্রী গুলশানে এসেছিলেন সেদিনই খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নগরীর গুলশান কার্যালয়ে আরাফাত রহমান কোকোর লাশ নেওয়ার পরে উপস্থিত সবার উদ্দেশে এ কথা বলেন তিনি।

শিমুল বিশ্বাস বলেন, সারা দেশের মানুষ শোককে শক্তিতে পরিণত করে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মাঠে থাকবে। এই সরকারের পতন ঘটিয়ে রাজপথ ছাড়বে। বর্তমান সরকারের কারণে খালেদা জিয়া আজ সন্তানদের কাছ থেকে দূরে সরে আছেন।

কোকোর অকাল মৃত্যু প্রসঙ্গে খালেদা জিয়ার এই বিশেষ সহকারী বলেন, এই সরকার কোকোর মৃত্যু নিয়েও কুৎসা রটাচ্ছে। মানুষের ভোট ও ভাতের অধিকার হরণ করেছে। গণতন্ত্রের অধিকারও কেড়ে নিয়েছে। সরকারের সব ষড়যন্ত্র রুখে দিয়েই দেশের মানুষ রাজপথ ছাড়বে।

সামরিক কবরস্থানে দাফন না হওয়া প্রসঙ্গে শিমুল বিশ্বাস বলেন, সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণেই আরাফাত রহমান কোকোকে সামরিক কবরস্থানে দাফন করতে দেওয়া হয়নি। এটা একটি ন্যাক্কারজনক ঘটনা।

তিনি আরও বলেন, দীর্ঘদিন দুই সন্তান দেশের বাইরে ছিল। এক সন্তান অকালে সকল বন্ধন ছিঁড়ে চলে গেছে। খালেদা জিয়া অন্যায়ের কাছে কোনো দিন মাথা নত করেননি। সন্তানরা পাশে না থাকলেও, দেশের সব মানুষ খালেদা জিয়ার সঙ্গে আছে। শোককে শক্তিতে পরিণত করে সরকারের পতন ঘটাতে হবে।

‘খালেদা জিয়ার দেশের বাইরে কোনো ঠিকানা নেই’, বলেও মন্তব্য করেন শিমুল বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।