ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ৩৬ ঘণ্টার হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সিরাজগঞ্জে ৩৬ ঘণ্টার হরতাল ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সি কামাল উদ্দিনসহ নেতাকর্মীদের গ্রেফতার, আদালত চত্বরে নিরীহ মানুষের ওপর পুলিশের গুলি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে রিমাণ্ডে নেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করেছে ২০দলীয় জোট।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০দলীয় জোটের পক্ষ থেকে এ হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।



জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু হরতালের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় অংশ নেওয়ার সময় পুলিশের বাধা সৃষ্টি ও গ্রেফতারের ঘটনা অত্যন্ত লজ্জাজনক।

তিনি আরও বলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুন্সি কামাল উদ্দিনসহ নেতাকর্মীদের গ্রেফতার, আদালত চত্বরে নিরীহ মানুষের ওপর পুলিশের গুলি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।