ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবরোধের আগুনে না ফেরার দেশে দগ্ধ বকুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
অবরোধের আগুনে না ফেরার দেশে দগ্ধ বকুল ছবি: ফাইল ফটো

সিলেট: না ফেরার দেশে চলে গেলেন সিলেটে অবরোধের আগুনে দগ্ধ বকুল দেবনাথ (৩৫)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৭টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



নিহত বকুল দেবনাথ সিলেটের ওসমানী নগরের গোয়ালা বাজার এলাকার রতন মনিনাথের ছেলে। নিহতের ভাই রন্টু দেবনাথ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) রাত ২টায় বকুল জৈন্তাপুর উপজেলার সারিঘাট থেকে বালুভর্তি ট্রাক নিয়ে সিলেটে ফিরছিলেন।

পথিমধ্যে গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়ক এলাকায় অবরোধের সমর্থনে দুর্বৃত্তরা পেট্টোল বোমা মেরে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিনদিন রাখার পরও জ্ঞান না ফেরায় ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) জেলা প্রশাসনের উদ্যোগে গুরুতর অবস্থায় তাকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।