ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজশাহীতে ছাত্রশিবিরের ৩ নেতাকর্মীকে গণপিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, জানুয়ারি ২৭, ২০১৫
রাজশাহীতে ছাত্রশিবিরের ৩ নেতাকর্মীকে গণপিটুনি

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নাশকতা চালানোর প্রস্তুতিকালে ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

নেতাকর্মীরা হলেন, রাজশাহী জেলা ছাত্রশিবিরের দফতর সম্পাদক মাসুম ফারুক, গোদাগাড়ী উপজেলা (পশ্চিম) শিবিরের সভাপতি আবদুস সামাদ ও শিবির কর্মী মনোয়ার হোসেন।



রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় জনতা তাদের পুলিশের কাছে সোপর্দ করে। তাদের কাছ থেকে বেশকিছু রিকশায় লাগানো বল, কাটা, পেরেক লাগানো কাঠ ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের গোদাগাড়ী উপজেলার লসকোরহাটি এলাকায় নাশকতা চালানোর জন্য অবস্থান নেন ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী।

তাদের দেখে সন্দেহ হলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের ব্যাগ দেখতে চান। এ সময় তারা পালাতে গেলে লোকজন সেখানেই ধরে গণপিটুনি দেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।  

আটক শিবির নেতাকর্মীদের মধ্যে মাসুম ফারুকের বাড়ি উপজেলার সুলতানগঞ্জে, আবদুস সামাদের বাড়ি কামারপাড়া ও মনোয়ার হোসেনের বাড়ি বালিয়াঘাটা গ্রামে বলে জানান ওসি এসএম ফরহাদ।

এদিকে, রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তানোর উপজেলা কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান আহম্মেদকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। নিজ বাড়ি চন্দরকোঠা গ্রাম থেকে গ্রেফতারের পর মঙ্গলবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ