ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বুধ-বৃহস্পতিবার রংপুর বিভাগের ৮ জেলায় হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
বুধ-বৃহস্পতিবার রংপুর বিভাগের ৮ জেলায় হরতাল

রংপুর: মিঠাপুকুর উপজেলা আমিরসহ তিনকর্মী নিখোঁজ হওয়ার প্রতিবাদে বুধবার ভোর ৬টা থেকে রংপুর বিভাগের আট জেলায় ৪৮ ঘণ্টা হরতাল ডেকেছে রংপুর মহানগর জামায়াত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মহানগর জামায়াতের প্রচার ও অফিস সম্পাদক রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।



প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জানুয়ারি মিঠাপুকুর উপজেলা জামায়াতের নেতা আলামিন, তার স্ত্রী বিউটি বেগম ও জামায়াতের নারী সদস্য মৌসুমি বেগমকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ী থেকে ধরে নিয়ে যায়। তারপর থেকে তাদের কোনো সন্ধান আজ পর্যন্ত পাওয়া যায়নি।

এছাড়াও নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।