ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অনেক ধাক্কাধাক্কি কইরা ভেতরে ঢুকছি

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
অনেক ধাক্কাধাক্কি কইরা ভেতরে ঢুকছি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: অনেক ধকল সহ্য করে শেষ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ভেতরে ঢোকার সুযোগ পান ময়মনসিংহের বিএনপি দলীয় সংরক্ষিত আসনের সাবেক এমপি নূরজাহান ইয়াসমিন।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশান কার্যালয় থেকে বেরিয়ে আসার পথে বাংলানিউজের সঙ্গে মুঠোফোনে আলাপ হয় এই সাবেক এমপি’র।



‘আমি তিন বারের এমপি, গেট খোল’ শিরোনামে বাংলানিউজে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে কথা তুলতেই খানিকটা হেসে বলেন, চেয়ারপারসন’স সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরা বলেন ভেতরে ৫ জন এমপি যাইবো।

তিনি বলেন, একবার যারা এমপি অইছে, তারা যদি ভেতরে যাইতে পারে, আমি তিন বার এমপি হইয়া যাইতে পারমু না!

মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ সদস্য বলেন, আমি ১৯৯১, ৯৬ ও ২০০৪ সালে ৩ বার এমপি ছিলাম। ম্যাডাম আমাকে চিনেন। অনেক স্নেহ করেন। কিন্তু সিএসএফ এর সদস্যরা আমাকে চিনে না। সবাই ভেতরে ঢুকতাছে। কিন্তু আমারে যাইতে দেয় না।  

নূরজাহান ইয়াসমিন বলেন, নীলুফার চৌধুরী মনি ভেতরে ঢুকার পর আমি ওকে বললাম তোমরা ভেতরে ঢুকছো, আমি যে বাইরে রইলাম। আমারে ভেতরে ঢুকাও। পরে মনি ভেতরে ঢুইক্ক্যা লোক পাঠাইলে অনেক ধাক্কাধাক্কি কইরা আমি ভেতরে ঢুকছি। বরকত উল্লাহ বুলু ভাইয়ের স্ত্রীসহ আরো কয়েকজনও এ সময় আমার সঙ্গে ভেতরে ঢুকছে।

ময়মনসিংহ জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা এ নেত্রী বলেন, আমি অনেকক্ষণ ভেতরে ছিলাম। কিন্তু কোকো’র লাশ নেয়ার পর শিমুল বিশ্বাস বক্তৃতা দিচ্ছিলো। তার বক্তৃতার চোডে (দাপটে) আমরা মোনাজাত করতে পারছিলাম না।

এ কারণে পাপিয়া, মনি, হেলেন খেইপ্প্যা জোরে জোরে বলতাছে বক্তৃতা বন্ধ করেন। পরে শিমুল মনে হয় কথাটা শুনে। এরপর তার বক্তব্য থামায়।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

** আমি তিনবারের এমপি গেট খোল!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।