ঢাকা: নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যদিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে। তবে অবরোধের পাশাপাশি মাঝে-মধ্যে চলছে দেশব্যাপী হরতাল কর্মসূচিও।
বুধবার (২৮ জানুয়ারি) চলছে অবরোধের ২৪তম দিন।
গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেওয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন জোট নেত্রী খালেদা জিয়া।
বিএনপির ডাকা এ অবরোধ-হরতালে দেশব্যাপী অনেক সাধারণ মানুষ নিহত ও শতাধিক মানুষ আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এদিকে অনেক প্রাপ্তি ও সফলতার মধ্যদিয়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি সরকারের এক বছর পূর্ণ করেছে আওয়ামী লীগ। তবে ৫ জানুয়ারির এ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫