ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

২০ দলীয় জোটের অবরোধ চলছে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
২০ দলীয় জোটের অবরোধ চলছে

ঢাকা: নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যদিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে। তবে অবরোধের পাশাপাশি মাঝে-মধ্যে চলছে দেশব্যাপী হরতাল কর্মসূচিও।



বুধবার (২৮ জানুয়ারি) চলছে অবরোধের ২৪তম দিন।

গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেওয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন জোট নেত্রী খালেদা জিয়া।

বিএনপির ডাকা এ অবরোধ-হরত‍ালে দেশব্যাপী অনেক ‍সাধারণ মানুষ নিহত ও শতাধিক মানুষ আগুনে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।  

এদিকে অনেক প্রাপ্তি ও সফলতার মধ্যদিয়ে ২০১৫ সালের ৫ জানুয়ারি সরকারের এক বছর পূর্ণ করেছে আওয়ামী লীগ।   তবে ৫ জানুয়ারির এ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।