ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
সিরাজগঞ্জে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, আটক ৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

উত্তরবঙ্গে ২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলাকালে বুধবার (২৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার বহুলী এলাকায় সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে সিএনজি চালিত তিন/চারটি অটোরিকশা ভাঙচুর করা হয়।



এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার বেলকুচি উপজেলার শেরনগরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় হরতালকারীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, নাশকতার অভিযোগে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে সদর উপজেলা ছাত্র-শিবিরের রোকন অ্যাডভোকেট নাজিম বেপারি রয়েছেন।

পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়ীয়া এলাকা থেকে নাজিমকে গ্রেফতার করা হয়। বাকিদের রাতে গ্রেফতার করা হয়।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।