ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

পোস্তগোলা-যাত্রাবাড়ীতে অবরোধ ঢিলেঢালা

নাজিমউদ্দিন খান লিয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, জানুয়ারি ২৮, ২০১৫
পোস্তগোলা-যাত্রাবাড়ীতে অবরোধ ঢিলেঢালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর পোস্তগোলা-জুরাইন-দোলাইপাড়-যাত্রাবাড়ী এলাকায় ঢিলেঢালাভাবে চলছে ২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ কর্মসূচির ২৩তম দিন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর এ সব এলাকা ঘুরে অবরোধের ঢিলেঢালা ভাব লক্ষ করা গেছে।



পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুর সামনের রাস্তায় অন্যান্য দিনের মতো সকাল থেকেই অফিসগামী ও গার্মেন্টস কর্মীদের ভিড় করতে দেখা যায়। রাস্তায় গণপরিবহনের সংখ্যা ছিল অনেকটাই স্বাভাবিক।

জুরাইন এলাকায় ব্যাংক এশিয়ার সামনের রাস্তায় রিকশা, ভ্যান, হিউম্যান হলারসহ (লেগুনা) বিভিন্ন ধরনের বাস চলার কারণে সকাল ৯টার দিকে কিছুক্ষণের জন্য যানজট দেখা যায়।  
ট্রাফিক পুলিশ (পূর্ব) সার্জেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, অবরোধের প্রথম দিন থেকেই রাস্তায় মানুষের চলাচল ছিল স্বাভাবিক। আর আজকে তো ২৩তম দিন। গণপরিবহন ও মানুষের চলাচল স্বাভাবিক। এ এলাকায় অবরোধের কোনো অস্তিত্বই নেই।

অন্যদিকে, দোলাইপাড়-যাত্রাবাড়ী এলাকাতেও একই দৃশ্য দেখা যায়। দোলাইপাড় সাংহাই রেস্টুরেন্টের সামনের রাস্তায় আনন্দ কাউন্টারে অফিসগামী মানুষের ভিড় লক্ষ করা যায়। যাত্রবাড়ী থানার সামনের রাস্তায় ও যাত্রাবাড়ী চৌরাস্তায় অন্যান্য স্বাভাবিক দিনের মতোই উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহন চলাচল করতে দেখা গেছে।

অবরোধ সম্পর্কে  কথা বলতে গিয়ে যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ (পূর্ব)  উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মোতাহার বাংলানিউজকে বলেন, সকাল থেকেই ডিউটি করছি। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ