ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, জানুয়ারি ২৮, ২০১৫
জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: সরকারের বিরুদ্ধে নয়, বিএনপি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শিক্ষক-পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।



স্বাস্থ্যমন্ত্রী বলেন, মঙ্গলবার (২৭ জানুয়ারি) আমরা দেখেছি, খালেদা জিয়া সন্তানের জন্য কেমন আহাজারি করেছেন! গত একমাস ধরে দেশের অনেক মা তার মতো (খালেদা জিয়া) আহাজারি করছেন! কতো মানুষ ঢামেক বার্ন ইউনিটে কাতরাচ্ছেন। ঢাকার বাইরে চট্টগ্রাম-রংপুরে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে অনেকে মারা গেছেন।

অবরোধের আগুনে অনেক মা সন্তানকে, বোন ভাইকে, স্ত্রী স্বামীকে হারিয়েছেন বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, আপনার কাছে জানতে চাই, এ রকম কান্না আর কতদিন চলবে?

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ দলের অন্য নেতারা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ