ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শ্রমিক কর্মচারী সমাবেশে ১৪ দলের একাত্মতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
শ্রমিক কর্মচারী সমাবেশে ১৪ দলের একাত্মতা

ঢাকা: বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ-হরতালে পেট্রোল বোমা হামলা ও নাশকতার প্রতিবাদে আগামী ৩০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে কর্মচারী শ্রমিক পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। একই সঙ্গে ওইদিন বাদ জুম্মায় পেট্রোল বোমায় নিহতের আত্মার মাগফেরাত কামনা করে গায়েবি জানাজার কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল।



বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ১৪ দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কর্মসূচি ঘোষণা করেন।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, ঢাকা মহানগর আওয়ামী লীগ, দলীয় সাংসদ, ঢাকার আশপাশের জেলাগুলোর নেতাদের সঙ্গে ১৪ দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি-জামায়াতের অবরোধ-হরতালে সন্ত্রাস, পেট্রোল বোমায় নিহতদের স্মরণে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শুক্রবার বাদ জুম্মা গায়েবি জানাজা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারা দেশের মসজিদেও এই কর্মসূচি পালন করা হবে। এছাড়া ওই দিন মন্দির গীর্জা, প্যাগোডায়ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

পাশাপাশি দুপুর আড়াইটায় রাজানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশেও অংশগ্রহণ করবে ক্ষমতাসীন জোটের নেতাকর্মীরা।

ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে গার্মেন্টস কর্মচারী-শ্রমিক-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হবে।

গায়েবি জানাজা শেষে ১৪ দলের নেতাকর্মীরা ওই কর্মসূচিতে একাত্বতা প্রকাশ করে অংশ নেবেন বলে জানান নাসিম।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, প্রশাসন কাজ করছে, তবে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। আরো কঠোরভাবে এদের দমন করতে হবে। মনে রাখতে হবে শান্তির প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে হয়।

চোরাগোপ্তা হামলা কমে এসেছে জানিয়ে নাসিম বলেন, এই যুদ্ধে কোনোদিন সন্ত্রাসীরা জয়লাভ করতে পারবে না। সত্যের জয় হবে।

১৪ দলের এ সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ আলম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: বদিউজ্জামান ভুইয়া ডাবলু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় নেতা এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, ওয়াকার্স পাটির সভাপতি বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান, জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌ-পরিবহন মন্ত্রী ও সমন্বয় ঐক্য পরিষদের নেতা ও মন্ত্রী শাজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পাটির প্রেসিডিয়াম সদস্য নূরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায় প্রমুখ।
 
বাংলাদেশ সময় : ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।