ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

দুই জোটের কাছে অসহায় ১৬ কোটি মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, জানুয়ারি ২৮, ২০১৫
দুই জোটের কাছে অসহায় ১৬ কোটি মানুষ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুই জোটের কাছে দেশের ১৬ কোটি মানুষ অসহায় হয়ে পড়েছে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল লেবার পার্টির (এনএলপি) আয়োজনে প্রতীকী অনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।



মান্না বলেন, রাজনীতিতে লড়াই আছে, কিন্তু এটা কেমন লড়াই ক্ষমতায় থাকা ও যাওয়ার জন্য দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করতে হবে!

দুই নেত্রী দেশের কারো কথা শুনতে রাজি নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষকে আগুনে পোড়ানোর অপরাজনীতি থেকে দেশবাসীকে মুক্তি দিতে একটি জাতীয় সংলাপের প্রয়োজন।   সংলাপ হবে ক্ষমতার পালা-বদলের সময় যেন কোনো অহিংসতা না হয়।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না বলেন, স্বাধীনতার পর ক্ষমতা স্থানান্তর সুষ্ঠুভাবে হয়নি। প্রতিবার ক্ষমতা স্থানান্তরের সময় দেশের সাধারণ মানুষকে জীবন দিতে হয়েছে।

তিনি বলেন, ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষার্থীদের ওপর কোনো ধরনের হুমকি আসলে এর দায় দুই নেত্রীকেই নিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, আপনাকে বলছি, এসএসসি পরীক্ষার আগে একটি জাতীয় সংলাপের ব্যবস্থা করুন।

তিনি বলেন, ছেলে হারানোয় শোকাহত খালেদা জিয়াকে সমবেনা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত আসা দেশবাসী ভালোভাবে নিতে পারেনি। কিন্তু তখন খালেদা জিয়া ছেলের শোকে প্রায় অজ্ঞান ছিলেন।

ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি) আয়োজিত প্রতীকী অনশনে সংগঠনের চেয়ারম্যান আবদুল্লাহ জিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ঢালু, মো. জামান, মোবারক হোসাইন, অ্যাডভোকেট শেখ মো. হারুনুর রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ