নাটোর: নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার মামলার প্রতিবাদ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা বিএনপি।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক লিখিত বক্তব্যে হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী গোলাম মোর্শেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা বলেন, ছাত্রদলের দুই নেতাকে প্রকাশ্যে হত্যা করলেও ঘটনার ২৩ দিন পরেও কাউকে আটক করেনি পুলিশ। নাটোরে নিহত দুই ছাত্রদল নেতাদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
এছাড়া মঙ্গলবার ঢাকার মোহাম্মদপুরে বিএনপি নেতাদের সঙ্গে নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে দু’টি মামলায় আসামি করার কথা জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, দুলুকে রাজনৈতিক ভাবে হেনস্থা করতে এ মামলা করা হয়েছে।
অবিলম্বে এসব মামলা প্রত্যাহারসহ নেতাকর্মীদের আটক, গুম ও হত্যার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫