ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: হরতাল ও অবরোধের বিরুদ্ধে সিলেট নগরীতে পৃথক মিছিল-সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন।

বুধবার (২৮ জানুয়ারী) দুপুর পৌনে ১টার দিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের পৃথক মিছিল নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়।



সমাবেশে বক্তারা বলেন, অবরোধ-হরতালের নামে বিএনপি-জামায়াতচক্র জনদুর্ভোগ সৃষ্টি করছে। আন্দোলনের নামে দেশব্যাপী তারা নৈরাজ্য চালাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহতের ঘোষণা দেন নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসদ উদ্দিন আহমদ,জেলার সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান,সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ,আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাজ উদ্দিন, হুমায়ূন ইসলাম কামাল,আজাদুর রহমান আজাদ,অ্যাডভোকেট রণজিত সরকার,আজহার উদ্দিন জাহাঙ্গীর,অ্যাডভোকেট সৈয়দ শামীম,শেখ মো. মখলু মিয়া,সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার হোসেন সামাদ,সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত চৌধুরী,সাধারণ সম্পাদক এমরুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।