ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: রেলের সম্পদ রক্ষায় কথিত আন্দোলনকারী এবং নাশকতাকারীদের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রী মজিবুল হক।
 
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি স্টেশনে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসের সরাসরি ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির খালেদা জিয়ার উপর ভর করে ধ্বংসাত্মক কর্মসূচি পালন করে দেশের সম্পদ ক্ষয়ক্ষতি করছেন উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় থেকেও কোনো উন্নয়ন না করে বরং ৭১’র পরাজিত শক্তি পাকিস্তানি বিশ্বাসীদের প্রত্যক্ষভাবে আস্কারা দিচ্ছেন। যার কারণে বিএনপির গুণ্ডা আর জামায়াত-শিবির নাশকতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

খালেদা জিয়াকে দেশের ‘শত্রু’ অ্যাখ্যা দিয়ে রেল মন্ত্রী বলেন, ঘরে বসে বিএনপির গুণ্ডা আর জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের নির্দেশ দিয়ে নাশকতা মূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

চলমান অবরোধের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, এতে জনগণের সম্পৃক্ততা নেই, এমনকি আন্দোলনে তাদের কোনো নেতাকর্মী রাজপথে না থাকায় পরিকল্পিতভাবে সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা হামলা নিক্ষেপ করে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। এটা কোনো রাজনীতি হতে পারে না।

রেল মন্ত্রী বলেন, রেলের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আলাদা মন্ত্রণালয় গঠন করে মানুষের সেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। চলমান ২১টি প্রকল্প বাস্তবায়ন হলে সারাদেশের মানুষ আধুনিক মানসম্মত সেবা নিয়ে নিরাপদে রেলে যাতায়াত করতে পারবেন।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নুরুল ইসলাম সুজন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন ও জেলা প্রশাসক জাকীর হোসেন বক্তব্য রাখেন।

এছাড়াও স্থানীয় নেতাদের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডোমার উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আলম বাবুল ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন বক্তব্য রাখেন।

ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস নীলফামারী থেকে চলাচল করলেও চিলাহাটি থেকে চলাচলের জন্য দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলো এখানকার মানুষ। দাবি আদায়ে মিছিল মিটিং সভা সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়।

দাবি পূরণে সৈয়দপুর রেলস্টেশন থেকে চিলাহাটি পর্যন্ত ১৮২কোটি টাকা ব্যয়ে রেললাইন, স্টেশন, সেতু, অবকাঠামোসহ নানা উন্নয়ন মূলক কর্মসূচি শেষে বুধবার থেকে চিলাহাটি থেকে ট্রেনটির চলাচল আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়।

দুপুরে রেলপথ মন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রী মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টারে চিলাহাটি এসে পৌঁছান। পরে মঞ্চে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।