বগুড়া: ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি বন্ধের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখা। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার আগেই এর সমাধান চায় সংগঠনটি।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল শেষে শহরের সাতমাথায় এক সমাবেশ সংগঠনটি এ দাবি জানায়।
সমাবেশে বক্তারা বলেন, মহাজোট-জোটের মানুষ মারার রাজনীতি বন্ধ করে, বিকল্প ধারায় ফেরাতে হবে। নইলে ক্ষমতাকেন্দ্রিক পাল্টাপাল্টি রাজনীতির ‘বলি’ হওয়া থেকে দেশের সাধারণ মানুষ রেহাই পাবে না। তাই সময় এসেছে বিকল্প রাজনীতি গড়ে তোলার।
সংগঠনের জেলা শাখার সভাপতি কিবরিয়া হোসেনের সভাপতিত্বে দিলরুবা নুরী, শ্যামল বর্মন, রাধারানী বর্মন, মাশুকুর রহমান, আল-আমিন প্রধানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫