ঢাকা: ঢাকাসহ ৯ জেলায় বৃহস্পতিবারের (২৯ জানুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল রাজধানীতেও পালনের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেয়া হয়।
সন্ধ্যায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি চেয়ারপার্সন, ২০ দলীয় জোট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও জোটের নেতা-কর্মীদেরকে হত্যা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত চলমান অবরোধের পাশাপাশি ২৪ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে। ’
এর আগে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহ জেলায় হরতালের ঘোষণা দেয় ২০ দলীয় জোট। তবে ওই ঘোষণায় রাজধানীকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছিলো।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ হরতাল আহ্বান করে ২০ দলীয় জোট।
উল্লেখ্য, গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে হতাহত করাসহ নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা পৃথক দুই মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। অন্যদিকে গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় মির্জা ফখরুলকে আদালতের মাধ্যমে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
** ঢাকাসহ ৯ জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল