ঢাকা: রাজধানীর গুলশানে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে গুলশান ১ নম্বরের নাভানা টাওয়ারের পাশের সড়কে এ বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল ও অবরোধের সমর্থনে কয়েকজন যুবক তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান বাংলানিউজকে জানান, এই ধরনের সংবাদ আমরা পাই এখনও পাইনি। তবে, যে কোনো ধরনের নাশকতার সংবাদ পেলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
অনির্দিষ্টকালের অবরোধের মধ্যেই বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ ৯ জেলায় হরতালের ডাক দিয়েছে দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বাংলাদেশ: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫