ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোকোর জন্য দেশবাসীর দোয়া চাইলেন খালেদা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
কোকোর জন্য দেশবাসীর দোয়া চাইলেন খালেদা

ঢাকা: প্রয়াত কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে যারা কোকোর মৃত্যুতে শোক জানিয়েছেন, তার জানাজা, গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন তাদের কৃতজ্ঞতা, মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন তিনি।



বুধবার (২৮ জানুয়ারি) রাতে প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, আমার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই মা হিসেবে আমি গভীরভাবে শোকাহত এবং মানসিকভাবে বিপর্যন্ত।

তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক, সেনাবাহিনীর প্রধান এবং রাষ্ট্র ও সরকারপ্রধানের পুত্র হিসেবে আমাদের এই সন্তানটি একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা সত্ত্বেত্ত কখনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হয়নি। কেবল ক্রীড়াঙ্গনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিল। দুর্ভাগ্যের বিষয়, শুধু জিয়া পরিবারের একজন সদস্য হওয়ার কারণেই তাকে নান‍ামুখী জুলুম-নির্যাতন, হেনস্তা-অপপ্রচারের শিকার হতে হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বলেন, অসুস্থ হয়ে প্রবাসে চিকিৎসাধীন থাকাবস্থায়ও সে চরম প্রতিহিংসামূলক বৈরিতা থেকে নিষ্কৃতি পায়নি। ভাগ্যের এমনই নিষ্ঠুর পরিহাস যে, মা হিসেবে আমি প্রায় আট বছর ধরে এই অসুস্থ সন্তানটির মুখ দেখার সুযোগ থেকেও বঞ্চিত ছিলাম। শেষপর্যন্ত আমাকে সন্তানের লাশ গ্রহণ করতে হলো। আল্লাহর কাছে আমি এর বিচারের ভার অর্পণ করলাম।

তিনি বলেন, এই গভীর বেদনা ও শোকের মুহূর্তে সকলের কাছ থেকে যে বিপুল সহানুভূতি, সহমর্মিতা ও সমবেদনা পেয়েছি তা আমার হৃদয় স্পর্শ করেছে।

খালেদা জিয়া বলেন, কুয়ালালামপুরে কোকোর প্রথম নামাজে জানাজায় বিপুলসংখ্যক মানুষের যে ঢল নেমেছে আমি তার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অন্যান্য দেশেও প্রবাসীদের বিপুল অংশগ্রহণে গায়েবানা জানাজার আয়োজনের জন্য আমি তাদেরও অভিনন্দন জানাচ্ছি।

বিএনপি প্রধান বলেন, দেশের প্রতিটি জেলা-উপজেলায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি, আমাদের অঙ্গ ও সহযোগী-সংগঠন, ২০ দলসহ অন্যান্য রাজনৈতিক দল ও সমাজিক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে কোকোর বিদেহী রুহের মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলের আয়োজন যারা করেছেন আমি তাদেরও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোকোর জানাজার নামাজে দলমত, শ্রেণী পেশা নির্বিশেষে সর্বস্তরের লাখ লাখ মানুষ শরিক হয়ে যে ইতিহাস সৃষ্টি করেছেন তাতে আমি গভীরভাবে অভিভূত। ধন্যবাদ প্রিয় দেশবাসীকে। জিয়া পরিবারের প্রতি গণমানুষের এই অপরিমেয় ভালবাসার বহিঃপ্রকাশ আমাকে আরও একবার নতুন করে কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ  করলো। বিপুলসংখ্যক মানুষের এই উপস্থিতিতে আমি গভীরভাবে অনুপ্রাণিত হলাম। শোক কাটিয়ে ওঠার শক্তি সঞ্চয়ে সর্বস্তরের দেশবাসীর এই অংশগ্রহণ আমাকে অনেক সাহায্য করবে।

খালেদা জিয়া বলেন, বিভিন্ন ভ্রাতৃপ্রতিম দেশের নেতাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। আমার এই দুঃখের সময়ে তারা শোকবার্তা পাঠিয়ে সহমর্মিতা জ্ঞাপন করেছেন। আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। তারা শোকবার্তা পাঠিয়ে এবং সশরীরে আমার কার্যালয়ে এসে সহানুভূতি জানিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমার কার্যালয়ে এসে শোকপ্রকাশ ও সহমর্মিতা জানানোয় বিএনপি ও ২০ দলসহ বিভিন্ন রাজনৈতিক দল, জোটের নেতাকর্মী, পেশাজীবী, নাগরিক সমাজের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক, সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত ব্যক্তিত্ববর্গসহ নর-নারী, শ্রেণী-পেশা ও বয়স নির্বিশেষে সর্বস্তরের মানুষকে আমি ধন্যবাদ দিচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

খালেদা বলেন, এ পরিস্থিতি অনেকে আমার সঙ্গে দেখা করতে পারেননি বলে আমি গভীরভাবে দুঃখিত। আমি আশা করি পরিস্থিতির বিবেচনায় সকলেই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

তিনি কোকোর জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, দেশবাসীকে বলবো, আমি আপনাদের মাঝে আছি এবং যতদিন বেঁচে আছি আপনাদের সঙ্গেই থাকবো ইনশাআল্লাহ।

খালেদা জিয়ার পুরো বিবৃতিটি পড়ুন

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫/২১১০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।