সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণ, অটোরিকশা ভাঙচুর ও সড়কে আগুন জ্বালিয়ে হরতাল পালন করছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয় এলাকায় ও কালীবাড়ি বাজার এলাকায় দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
একই সময় সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের শিয়াকোল এলাকায় তিনটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে।
জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মুন্সি কামাল উদ্দিনকে আটক, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড মঞ্জুর ও সিরাজগঞ্জ আদালতে নিরীহ মানুষের ওপর পুলিশের গুলির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা ২০ দলীয় জোট বুধবার থেকে ৩৬ ঘণ্টার এ হরতাল আহ্বান করে।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫