রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে মোবারক হোসেন (৩৫) নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকার বুচারবাগ মেলায় এ ঘটনা ঘটে।
মাথায় ও পায়ে গুলিবিদ্ধ যু্বলীগ নেতা মোবারক হোসেনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গন্ধর্বপুর বুচারবাগে মেলায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েক দিন ধরে স্থানীয় যুবলীগ নেতা রুবেলের সঙ্গে ছাত্রলীগ নেতা সুলতান মির্জার বিরোধ চলে আসছিল।
বুধবার রাত ৮টার দিকে রুবেলসহ তার লোকজন মেলায় গেলে সুলতান মির্জাসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে।
এ সময় সুলতান মির্জাসহ তার লোকজন আগ্নেয়াস্ত্র দিয়ে রুবেলসহ তার লোকজনকে লক্ষ্য করে গুলি করে। এতে যুবলীগ নেতা মোবারক হোসেনের মাথা ও পায়ে গুলিবিদ্ধ হয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। এতে পুরো মেলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫