ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনায় পেট্রোলবোমায় ট্রাকচালক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, জানুয়ারি ২৮, ২০১৫
খুলনায় পেট্রোলবোমায় ট্রাকচালক দগ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খুলনায় হরতাল ও অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রোলবোমায় আলী আকবর নামে এক ট্রাকচালক দগ্ধ হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নগরীর নিরালা আলকাতরা মিলের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, ট্রাকচালক আলী আকবর রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় ট্রাক রেখে মাল আনলোড করছিলেন। এসময় মুখোশধারী কয়েকজন অবরোধ সমর্থনকারী এসে ট্রাকে পেট্রোল বোমা ছোড়েন। এসময় ট্রাকে আগুন ধরে গেলে চালকের হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ২২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।  

খুলনা সদর থান‍ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস পেট্রোলবোমা নিক্ষেপের কথা অস্বীকার করে বলেন, অবরোধকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটালে ট্রাকচালক আহত হন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

** গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন
** বগুড়ায় সারবাহী ট্রাকে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ