ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

জ‍াবি প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, জানুয়ারি ২৮, ২০১৫
জ‍াবি প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ছবি: ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা।

তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

কয়েক দিন আগে উপ‍াচার্যের বাস ভবনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের এক নেতাকে কারাগারে পাঠানো হয়।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ  ও হরতালকে কেন্দ্র করে প্রতিদিনই বাসে আগুন, পেট্রোল বোমা ছুড়ে মারাসহ ককটেল বিস্ফোরণ নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ছুড়ে মারা পেট্রোল বোমায় ইতোমধ্যে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ