বরিশাল: নগরীর কাশিপুর চৌমাথা মুখার্জি পোলের সামনে ককটেল বিস্ফরণের ঘটনায় ৮ শিবিরকর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন, নগরীর ২৮ নং ওয়ার্ডের কাশিপুর এলাকার আ. মান্নান মিয়ার ছেলে মিজানুর রহমান, আ. জলিল মিয়ার ছেলে ইসমাইল হোসেন, আবুল হোসেন তালুকদারের ছেলে সহিদ তালুকদার, রত্তন হাওলাদারের ছেলে নজরুল হাওলাদার, মাহি কাজীর ছেলে সাব্বির কাজী, ধলু কাজীর ছেলে মোস্তাক কাজী, বসু হাওলাদারের ছেলে জাকির হাওলাদার ও আ. রব হাওলাদারের ছেলে আনিচ হাওলাদার।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০ দলীয় জোটের ডাকা অবরোধ সমার্থনে বুধবার সকাল ৭টার দিকে আসামিরা নগরীর নগরীর কাশিপুর চৌমাথা মুখার্জি পোলের সামনের রাস্তায় মিছিল করে। এ সময় তারা দুটি ককটেল বিস্ফরণ ঘটায়।
ওই এলাকার ডিউটি পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নগরীর ২৮ নং ওয়ার্ডের কাশিপুর এলাকার আ. মান্নান মিয়ার ছেলে মিজানুর রহমান এবং আ. জলিল মিয়ার ছেলে ইসমাইল হোসেনকে আটক করে।
এ সময় সহিদ তালুকদার, নজরুল হাওলাদার, সাব্বির কাজী, মোস্তাক কাজী, জাকির হাওলাদার ও আনিচ হাওলাদার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আটককৃত মিজানুর রহমান ও ইসমাইল হোসেনকে বরিশাল মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয় বলে জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আজাদ রহমান।
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫