নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের অর্থায়নে কর্মীরা ছাড়াও ভাড়াটে লোকজন নাশকতায় লিপ্ত রয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিবিরের দুই কর্মী। একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় উপস্থিত জনতার হাতে আটক হয়েছিলে ওই দুই কর্মী।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের আদালতে আবু সাঈদ ও শিহাব নামে ওই দুজন শিবির কর্মী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জবানবন্দি দেওয়ার সত্যতা স্বীকার করেন।
মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জবানবন্দি দেওয়া দুজন শিবিরকর্মী রিমান্ডে ছিলেন। বুধবার তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জামায়াত-শিবিরের নাশকতায় জড়িত কর্মীদের নাম উল্লেখ এবং কিভাবে টাকার বিনিময়ে অন্যান্য ভাড়াটিয়া কর্মীদের বাসে আগুনসহ নাশকতা সৃষ্টিতে ব্যবহার করা হয়, এসব ব্যাপারে তথ্য দেন তারা।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর দেওয়ানবাড়ি এলাকাতে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে ২৪ জানুয়ারি দুপুর ১টায় মুন্সীগঞ্জ থেকে ঢাকাগামী দিঘীরপাড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা জ ১৪-০২৭৬) পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সময়ে আবু সাঈদ, শিহাব ও মাহমুদকে আটক করা হয়।
শনিবার দুপুরে বাসে আগুন দেওয়ার সময় আবু সাইদ ও শিহাবসহ ৩ শিবির নেতাকর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। এ সময় শিবিরকর্মীদের হামলায় বাস মালিক মনসুর আলীসহ অন্তত ৫জন আহত হন।
বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫