ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের হরতালের দিন সকাল থেকেই রাজধানীতে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। নগরীর কোথাও কোনো পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত মোহম্মদপুর, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, প্রেসক্লাব, পল্টন ও মতিঝিল এলাকায় অন্যান্য দিনের মতোই যানবাহনের চলাচল লক্ষ্য করা যায়।
তবে নাশকতার ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি চোখে পড়ে।
এছাড়া রাজধানীর অন্যান্য এলাকা ও সড়ক ঘুরেও বাংলানিউজের করেসপন্ডেন্টরা একই চিত্র দেখতে পান। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি-জামায়াত জোটের কোনো মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বুধবার (২৮ জানুয়ারি) ঢাকাসহ ৯টি জেলায় হরতালের ঘোষণা দেয় ২০ দলীয় জোট।
এর আগে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহ জেলায় হরতালের ঘোষণা দেয় ২০ দলীয় জোট। তবে ওই ঘোষণায় রাজধানীকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছিলো।
উল্লেখ্য, গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে মানুষকে হতাহত করাসহ নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা পৃথক দুই মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। অন্যদিকে গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় মির্জা ফখরুলকে আদালতের মাধ্যমে মঙ্গলবার (২৭ জানুয়ারি) ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
** ঢাকাসহ ৯ জেলার হরতাল শুরু