ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভাওতাবাজির কর্মসূচি পালনকারীদের ধাওয়া করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
ভাওতাবাজির কর্মসূচি পালনকারীদের ধাওয়া করতে হবে ড. হাছান মাহমুদ

ঢাকা: বিএনপির দোয়া কর্মসূচিকে জাতির সঙ্গে ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

এ ধরনের ভাওতাবাজির কর্মসূচি পালনকারীদের ধাওয়া করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।



বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিএনপি-জামায়াতের লাগাতার অবরোধ ও নাশকতার প্রতিবাদে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।  

হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পেট্রোল বোমাবাহিনী যাদের হত্যা করেছে তাদের আত্মার শান্তির জন্য আবার বিএনপি দোয়া করবে। এটা শুধু জাতির সঙ্গে ভাওতাবাজি নয়, যাদের হত্যা করা হয়েছে তাদের আত্মার সঙ্গেও ভাওতাবাজি।

এসময় ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে দোয়া দিবসের নামে ভাওতাবাজির কর্মসূচি পালন করা বিএপির পক্ষেই সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

বিএনপির দোয়া দিবসের কর্মসূচির মাধ্যমে হত্যাকারীদের উৎসাহিত করার পাশাপাশি মৃত ব্যক্তির আত্মাকেও অপমান করা হচ্ছে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ড. শাহীনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলোসহ অনেকে।

চলমান সহিংসতায় নিহতদের আত্মার শান্তির জন্য শুক্রবার (৩০ জানুয়ারি) দেশব্যাপী দোয়া দিবস পালন করবে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।